• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনে ২৪ হাজার কাপ চা পান করেন তুরস্কের এমপিরা!

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৭, ১৯:২৬
আন্তর্জাতিক ডেস্ক

৯ মাসে তুরস্কের সংসদের ক্যাফেটেরিয়ায় ৬০ লাখ কাপ চা ও প্রায় ৫ লাখ কাপ কফির অর্ডার দেন দেশটির সংসদ সদস্যরা। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের আগস্টের মধ্যে এ বিপুল পরিমাণ চা ও কফির অর্ডার দেয়া হয়।

মোট ৬৫ লাখ কাপ চা ও কফির অর্ডার হিসাব করলে দেখা যায়, প্রতিদিন গড়ে ২৪ হাজার কাপ চা ও কফির অর্ডার পেয়েছে ক্যাফেটেরিয়া। তুরস্কের সংসদ সদস্য সংখ্যা ৫৪৪ জন। এ হিসাবে প্রতি দিন একজন সদস্য ৪৫ কাপ চা পান করেন। খবর ডেইলি সাবাহ'র।

সম্পর্কিত খবর

    সংসদ সদস্যদের চা সরবরাহের জন্য সেখানে চা'স্টোরের সংখ্যাও বাড়ানো হয়েছে। চা সরবরাহের জন্য মোট ৭৩টি চা'স্টোর খোলা হয়েছে। পৃথিবীর মধ্যে চীন এবং ভারতের পর চা পান করার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক।

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও )-এর মতে, বিশ্বব্যাপী মানুষের গড় চা পানের পরিমাণ বছরে ১ কেজি। কিন্তু তুরস্কে এর পরিমাণ ৩ কেজি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close