• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী মেনে নেয়া উচিত: এরদোয়ান

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০৬
আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম দেশগুলোর উচিত জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া। বুধবার তুরস্কের ইস্তামবুল শহরে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির এক জরুরি সভায় একথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বিবিসি।

সভায় বক্তৃতা দেবার সময় এরদোয়ান বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল জেরুজালেমকে জোরপূর্বক রাজধানী ঘোষণা করেছে। স্রেফ শূণ্যের উপর নির্ভর করে জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি।

সম্পর্কিত খবর

    অন্যদিকে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বলেন, ‘শান্তি প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা নেবার জন্য অকৃতকার্য হয়েছে ইসরায়েল। শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা গ্রহণ করবো না। ইসরায়েলের পক্ষে তারা কাজ করছে এটা প্রমাণিত।’

    জেরুজালেম মূলত ইহুদি, ইসলাম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সমান গুরুত্বপূর্ণ, বিশেষত পূর্ব জেরুজালেম। ইসরায়েল ওই অংশ দখল করার আগে জর্ডানের দখলে ছিল। কিন্তু ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পরে জেরুজালেম শহরটি মূলত অবিভাজ্য অবস্থানে চলে যায়। আর সেই থেকেই ইসরায়েল একছত্র ভাবে জেরুজালেমকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

    এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার। যদিও এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

    কেকে গাজায় ইসরাইলের বিমান হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close