• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

গত এক বছরে সিরিয়ায় ১০ হাজার বেসামরিক লোক নিহত

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ০২:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

২০১৭ সালে সিরিয়ায় বাশার আল আসাদ সরকার ও মিত্রদের হামলায় ১০,২০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর)।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলে, নিহতদের মধ্যে ২.২৯৮ জন শিশু ও ১,৫৩৬ নারীও আছে।

সম্পর্কিত খবর

    এরমধ্যে ২৮১ শিশু ও ১৪৮ নারীসহ ১,৪২১ জন নিহত হয়েছে আইএস জঙ্গিগোষ্ঠীর হামলায়। ৫৮ শিশু ও ৫৪ নারীসহ ৩১৬ জন নিহত হয়েছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হামলায়।

    ৪৩৯ শিশু ও ২৮৪ নারীসহ ১,৪৩৬ বেসামরিক লোককে হত্যা করেছে রাশিয়ান বাহিনী, একইভাবে মার্কিন জোট হত্যা করেছে ১,৭৫৯ জনকে।

    সরকার ও মিত্র বাহিনীর সাথে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৪৭ শিশু এবং ৩০ নারীসহ নিহত হয়েছে ২১১ বেসামরিক লোক। এ ছাড়াও নানা গোষ্ঠীর হাতে মারা গেছে ৯১৩ জন বেসামরিক লোক।

    প্রতিবেদন অনুসারে, দামাস্কাসের উপকণ্ঠে ২,০১৯ জন, রাক্কাতে ১,৫১২ জন, আলেপ্পোতে ১,৩৫২ জন, দেইর এজ-জুউরে ১,৩২৪ জন এবং ইদলিবে নিহত হয় ১,২৫৬ জন।

    সূত্র: আনাদলু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close