• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

থানার সামনেই মাথায় পিস্তল ঠেকিয়ে পুলিশ কনস্টেবলের আত্নহত্যা

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ০২:১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিকী ছবি

দায়িত্বরত অবস্থায় গলায় রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক কনস্টেবল (৫৩)। শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে পূর্ব কলকাতার ফুলবাগান থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই কনস্টেবলের নাম ভৈরব ওরাওঁ। তার বাড়ি কালনার বৈদ্যপুর গ্রামে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর

    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে থানায় আসেন কনস্টেবল ভৈরব ওরাওঁ। থানার গেটের বাইরে ডিউটিতে ছিলেন তিনি। দুপুর দুইটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই গেটের কাছে ছুটে আসেন। তখন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

    সঙ্গে সঙ্গে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভৈরব ওরাওঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ জানিয়েছে, দেড় বছর ধরে ফুলবাগান থানায় কাজ করছিলেন ভৈরব ওরাওঁ। কোনো কারণে তিনি মানসিক অবসাদের শিকার হয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close