• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

'পরিস্থিতির উন্নতি না হলে পাকিস্তানের রাষ্ট্রদূত ফিরছেন না ভারত'

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ২০:৪২
আন্তর্জাতিক ডেস্ক

আপাতত নয়াদিল্লি ফিরে যাবেন না ভারত থেকে ফিরিয়ে আনা পাকিস্তানের রাষ্ট্রদূত। ইসলামাবাদ সিদ্ধান্ত নিয়েছে, গোটা পরিস্থিতির উন্নতি না হলে এবং কূটনীতিবিদ ও কর্মীদেরসহ তাদের পরিবার-পরিজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা হেনস্তা করা বন্ধ না করলে পাক হাইকমিশনার নয়াদিল্লিতে ফিরে যাবেন না।

রাষ্ট্রদূত সোয়াইল মাহমুদ নয়াদিল্লি থেকে গতকাল ফিরে আসার কয়েক ঘণ্টা পর এ কথা জানিয়েছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারের অবিলম্বে নয়াদিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। অবশ্য, প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শের পর নয়াদিল্লি ফিরে যাবেন বলে ধারণা করা হয়েছিল।

সম্পর্কিত খবর

    এছাড়া হাই কমিশনারকে প্রত্যাহারের নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এর বিপরীতে ভারত কি প্রতিক্রিয়া দেখাবে তা এখনো পরিষ্কার নয়।

    ২০০১ সালে ভারতীয় সংসদের ওপর হামলাকে কেন্দ্র করে ২০০২ সালে শেষবার দেশদু'টি নিজ নিজ হাই কমিশনারকে ফেরত এনেছিল। অবশ্য প্রথম ভারত প্রতীক প্রতিবাদ হিসেবে তার হাই কমিশনারকে প্রত্যাহার করে। এরপর, তৎকালীন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আশরাফ জাহাঙ্গীর কাজিকে বহিষ্কার করেছিল নয়াদিল্লি। সূত্র: রেডিও তেহরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close