• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গোলাগুলি, ৫ ভারতীয় নিহত

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১১:৩২ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১২:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ জেলার বালাকোট এলাকায় ভারতের পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে বলে নয়াদিল্লি দাবি করেছে। গোলাগুলিতে রোববার ভোরে একই পরিবারের ওই পাঁচজন নিহত ও দুইজন আহত হয়। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রোববার ভোরে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বালাকোট সীমান্তে উস্কানিমূলক গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    খবরে বলা হয়েছে, পাক সেনাদের ছোড়া গুলিতে মোহাম্মাদ রমজান, তার স্ত্রী ও তিন ছেলে নিহত হয়েছে। আর রমজানের আহত দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এএনআইকে বলেছেন, ভারতীয় সেনারাও এর শক্ত জবাব দিয়েছে।

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার বালাকোটের ধরতি গ্রামে পাকিস্তানি সেনাদের গুলিতে এক জওয়ান আহত হয়।

    এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পুঞ্চ ও রাজোরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়। এর মধ্যে ২২ বছর বয়সী এক ক্যাপ্টেন ছিল।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close