• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদে পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় ছবি

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক

ঈদ চলাকালীন সময়ে ভারতীয় সিনেমার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান। ঈদের দুইদিন আগে থেকেই ভারতীয় ছবি প্রদর্শন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে পাকিস্তান।

সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ঈদের দুইদিন আগেই ভারতীয় এবং অন্যান্য বিদেশি ছবির প্রদর্শনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্তা জানান, পাক ফিল্ম ডিস্ট্রিবিউটর, এক্সিবিটরস্ এবং প্রোডাকশন হাউসগুলির অনুরোধেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞা অনুযায়ী ঈদের সময় পাকিস্তানের কোথাও ভারতীয় ছবি প্রদর্শিত হবে না। পাক ছবি এবং উৎসবের ওপর জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরে ঈদ-উল-আযার ছুটিতেও এই নিষেধাজ্ঞা মানা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে।

পাক ফিল্ম প্রোডিউসার এবং কলাকুশলীরা অভিযোগে জানান, গত দুইবছর ধরে ভারতীয় এবং হলিউড ছবির জন্য তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে তারা তাদের ছবির বাজেটের টাকাও তুলতে পারছে না।

অভি

ঈদ,পাকিস্তান,নিষিদ্ধ,ভারতীয় ছবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close