• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দেশে মেয়েরা নিরাপদ নয়, গরু বাঁচাতেই ব্যস্ত তোমরা’

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৩:৫৫ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:০৭
আন্তর্জাতিক ডেস্ক

এবার খুল্লামখুল্লা বিজেপির সমালোচানায় মুখর হল এনডিএ সহ‌যোগী শিবসেনা। শুধু তাই নয়, সরাসরি বিজেপির হিন্দুত্ব নিয়েই এনডিএকে তুলোধনা করল শিবসেনা।

দলের মুখপত্র সামনায় এক সাক্ষাতকারে শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকরে নিশানা করেছেন বিজেপিকে। ঠাকরে বলেছেন, বর্তমান সময়ে বিশেষ করে গত ৪ বছর ধরে দেশে ‌যে হিন্দুত্ব চালানোর চেষ্টা হচ্ছে তা মানি না। আমাদের হিন্দুত্বের ধারনার সঙ্গে তা একেবারেই মেলে না। দেশে মেয়েদের সুরক্ষা নেই আর তোমরা গরু বাঁচানোর জন্য লড়াই করছ। কে কি খাবে তার জন্য কাউকে তুমি টার্গেট করতে পার না।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, রোববার বিজেপি সভাপতি অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন ২০১৯ এর লোকসভা নির্বাচনে শিবসেনার সঙ্গে কোনও জোট করবে না বিজেপি। ওই ঘোষণার পরই সোমবার উদ্ধাব ঠাকরের ওই সাক্ষাতকার প্রকাশিত হল। অবশ্য এই সাক্ষাতকারটি আগেই প্রকাশ করার কথা জানিয়েছিল শিবসেনা।

    রাজ্যে ও কেন্দ্রে এনডিএর জোটসঙ্গী শিবসেনা। কিন্তু শুক্রবারই শিবসেনা তার ১৮ জন সাংসদকে নির্দেশ দেয় তাঁরা ‌যেন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকে। শনিবার শিবসেনা জানিয়ে দেয়, আর পেছনে নয়, খোলাখুলিই বিজেপির বিরোধিতা করবে শিবসেনা।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close