• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মোদি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: সোনিয়া গান্ধী

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৫:০৬
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকারের পতনের কাউণ্টডাউন শুরু হয়ে গেছে। রোববারনয়াদিল্লিতে নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি ওই মন্তব্য করেন।

সোনিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে মাত্রাতিরিক্ত বাগাড়ম্বরে তার হতাশা স্পষ্ট হয়েছে। এথেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ‘ভারতের গণতন্ত্রের সঙ্গে আপসকারী এক বিপজ্জনক শাসন ব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে হবে। মানুষজন ভয়ের মধ্যে আছে। দেশে দরিদ্রতা বাড়ছে।’

লোকসভা নির্বাচনে অন্য দলের সঙ্গে জোট গড়ে লড়াই করা প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘জোট গড়ে তোলা এবং সেই জোটকে টিঁকিয়ে রাখতে আমরা দায়বদ্ধ। এ ব্যাপারে আমরা কংগ্রেস সভাপতির (রাহুল গান্ধী) সবধরনের প্রয়াসের সঙ্গে আছি। যে আমলে প্রতি মুহূর্তে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, তার হাত থেকে দেশের সাধারণ মানুষকে বের করে আনতে হবে।’

ওই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ড. মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২২ সালের মধ্যে কৃষি আয় দ্বিগুণ হওয়ার তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। দেশের সামাজিক ঐক্য ও আর্থিক উন্নয়ন পুনর্বহাল করার কঠিন কাজে তারা রাহুল গান্ধীর সঙ্গে কাজ করবেন বলেও ড. মনমোহন সিং বলেন।

২০১৯ সালের আসন্ন নির্বাচনে জোট গড়া প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘জোট গড়ার প্রস্ততি শুরু হয়েছে। সেজন্য আলাদা কমিটিও গড়া হয়েছে। সমমনোভাবাপন্ন দলগুলোর সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি।’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা ২০১৯ সালে কংগ্রেস সবচেয়ে বড় দলে পরিণত হবে এবং দুইশত আসনের চেয়ে বেশি আসনে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন। /আরকে

ভারত,কংগ্রেস,সোনিয়া গান্ধী,নরেন্দ্র মোদি,লোকসভা নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close