• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘ভোটব্যাঙ্কের জন্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছেন মমতা’

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৮, ১৬:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের জন্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছেন বলেন মন্তব্য করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি হবে, কিন্তু কোনও শরণার্থীকে সরানো হবে না। শুধুমাত্র অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।

শনিবার (১১ আগস্ট) কলকাতার মেয়ো রোডে আয়োজিত এক জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ এ সব কথা বলেন।

তিনি বলেন, অনুপ্রবেশকারীদের হঠাতেই এনআরসি। দেশে অনুপ্রবেশকারী থাকা উচিত নয়। আমাদের কাছে আগে দেশ। পরে ভোট ব্যাঙ্ক। সুরক্ষা আগে না ভোটব্যাঙ্ক? কোনও শরণার্থীকে তাড়ানো হবে না। শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিল আনা হচ্ছে।

আসামে এনআরসি বিরোধিতায় মমতার ভূমিকাকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, আপনার বাধায় এনআরসি বন্ধ হবে না। অাসাম চুক্তি মেনেই এনআরসি খসড়া তৈরি করা হয়েছে। অাসাম চুক্তিতে সই করেছিলেন খোদ রাজীব গান্ধীই। এখন এনআরসির বিরোধিতা করছেন রাহুল গান্ধী। দিদি দেশে অনুপ্রবেশ রাখতে চান। কিন্তু ২০০৫ সালে বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী ছিলেন মমতাই।

তৃণমূলের পাশাপাশি বামেদের একহাত নিয়ে বিজেপি সভাপতি বলেন, আগে অনুপ্রবেশকারীরা বামেদের ভোটব্যাঙ্ক ছিল। এখন তৃণমূলের ভোটব্যাঙ্ক।

/অ-ভি

পশ্চিমবঙ্গ,মুখ্যমন্ত্রী,তৃণমূল কংগ্রেস,নেত্রী,মমতা বন্দ্যোপাধ্যায়,বিজেপি,সভাপতি,অমিত শাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close