• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আফগানিস্তানে সামরিক ঘাঁটি দখল করেছে তালেবান; ৪০ সেনা আটক

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩৫
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি সামরিক ঘাঁটি দখল করেছে উগ্র গোষ্ঠী তালেবান। এ ঘটনায় তারা কয়েক ডজন সেনাকে আটক করেছে। সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাদেশিক পরিষদের প্রধান মুহাম্মাদ তাহির রাহমানি জানিয়েছেন, রোববার থেকে তালেবান চেনাহিয়া সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে এবং মঙ্গলবার এসে তা দখলে নিতে সক্ষম হয়। এসময় তালেবান বহুসংখ্যক ট্যাংক ও গোলাবারুদ জব্দ করেছে।

তিনি বলেন, আমরা ঘাঁটিতে প্রবেশ করতে পারি নি, ঘাঁটির বড় অংশ এখনো তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। ঘাঁটি দখলের লড়াইয়ে তালেবানের হাতে ১৪ সেনা নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

প্রদেশের আরেকজন কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের সময় ৪০ সেনাকে আটক করেছে তালেবান। তিনি জানান, ওই সংঘর্ষে ৩০ জন তালেবান নিহত হয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি শহরে ভয়াবহ সংঘর্ষের পর ফারিয়াব প্রদেশে সামরিক ঘাঁটি দখলের খবর বের হলো। গজনি শহরের সংঘর্ষে অন্তত ১০০ পুলিশ ও সেনা এবং ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

/রবিউল

আফগানিস্তান,ফারিয়াব প্রদেশ,তালেবান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close