• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ফেসুবকের অপব্যবহার রোধে ব্যবস্থা না নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে’

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯ | আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ভারত থকে তুলে দেওয়া হবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সর্বশেষ এমনই সিদ্ধান্ত হতে পারে বলে কড়া বার্তা দিয়েছে দেশটির বর্তমান সরকার। এদিকে ভারতে নাকি ইউজার সংখ্যা বেশি বলে দাবি করেছে ফেসবুক। তাই তারাও একটু নড়েচড়ে বসেছে পরিকাঠামো বদলের ক্ষেত্রে। কিন্তু ভারতের কিছু দাবি মানলেও সম্পূর্ণটা মানা সম্ভব না বলে সাফ জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এ ঘটনার আঁচ ফেসবুকের সিইও জুকারবার্গর কাছে পৌঁছালে খতিয়ে দেখা শুরু করেন তিনি। তারপরই স্বীকার করেছেন যে ভুয়া খবর ছড়িয়ে পড়তে পারে সেই সম্ভাবনার কথা আগে ভেবে দেখেননি।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, আমরা যথেষ্ট নিরাপত্তা বজায় রাখিনি। ফেসবুকের অপব্যবহার রোধ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে সমস্যা দেখা দিয়েছে।

    ‘এই বিশাল ভুল থেকে আমরা দায়িত্ব এড়িয়ে গেছি। এটা আমার ভুল ছিল। আমাদের ফেসবুকের মাধ্যমে জনগণদের নিশ্চিত করছি যে এই ধরণের সমস্যা যাতে আর না হয় ভবিষ্যতে তারপরও দৃষ্টিপাত করা হবে।’

    জুকারবার্গ বলেন, এটা শুধু মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে যথেষ্ট হবে এমনটা নয়। আমাদের নিশ্চিত করতে হবে যে এই সংযোগগুলো কতটা ইতিবাচক। কারণ ফেসবুকে এই মূহুর্তে রয়েছে ছদ্মবেশের জটা জাল। যা চেনা দায়।

    অ্যাপটি সাইন ইন করার জন্য যে ধরণের তথ্য চাওয়া হয় তা যথেষ্ট নয়, অন্যদিকে ডেভেলপারদের জনগণের তথ্যকে সুরক্ষিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া খবর রুখতে এবার মাঠে মেনেছেন স্বয়ং জুকারবার্গ।

    /অ-ভি

    ফেসুবক,জুকারবার্গ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close