• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

এরদোগানকে কটূক্তি করায় অস্ট্রিয়ার সাংবাদিক আটক

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩০
আর্ন্তজাতিক ডেস্ক

জ্যাকবিন নামক একটি ম্যাগাজিনে অস্ট্রিয়ার এক সাংবাদিক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে নিয়ে নিয়ে ‘এরদোগান ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছেন’ এমন মন্তব্য করেন। একই সঙ্গে, এরদোগানের প্রতি মিডিয়ার পক্ষপাতিত্ব থেকে বোঝা যাচ্ছে গত নির্বাচন সুষ্ঠু ছিল না এমন মন্তব্যও করেন তিনি ওই প্রতিবেদনে।

সম্পর্কিত খবর

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায় ম্যাক্স জির্নগাস্ট নামের আটক ওই সাংবাদিক বিভিন্ন বামপন্থি ম্যাগাজিনে এরদোগানের সমালোচনা করে লেখালেখি করতেন। মঙ্গলবার তাকে দুজন তুর্কি নাগরিকের সঙ্গে গ্রেফতার করা হয়। রিভল্ট ম্যাগাজিনে সর্বপ্রথম টুইটারে ম্যাক্সের গ্রেফতারের খবরটি জানিয়ে লেখে, ম্যাক্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

    রিপোর্টার্স উইদাউট বর্ডার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট রিবিনা মোহরিং বলেন, 'ভিন্ন রাজনৈতিক মতামতের জন্য কাউকে গ্রেফতার বা ভয় দেখানো উচিত নয়। কিন্তু তুরস্কে এটা বেড়েই চলেছে।'

    ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে ডজন কয়েক সাংবাদিককে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি সাংবাদিক রয়েছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে ১৮০ দেশের মধ্যে তুরস্কে অবস্থান ১৫৭।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close