• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‌তানজানিয়ায় নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২০৯

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী নৌকাডুবি হয়ে মৃত্যু হল ২০৯ জনের।

বৃহস্পতিবার ভিক্টোরিয়া হ্রদে এমভি নেইরেরে নামে যাত্রীবোঝাই নৌকাটি বুগোলোরা এবং উকারা দ্বীপের মাঝে উল্টে যায়। আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া তিনটি দেশ তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডাকে ঘিরে রয়েছে।

তারপর গত দু’‌দিন ধরে খোঁজ চালিয়ে ৮০ জনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা। একথা জানিয়েছেন তানজানিয়ার পরিবহনমন্ত্রী আইজ্যাক কামওয়েলে। নৌকার মালিককে গ্রেপ্তারির নির্দেশ দিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।

ইতিমধ্যেই নৌকার চালককে গ্রেপ্তার করেছে পুলিস। মাগফুলি জানান, অপ্রশিক্ষিত এক ব্যক্তির হাতে নৌকার স্টিয়ারিং ধরিয়ে দিয়েছিলেন চালক। রবিবারও চলছে উদ্ধারকাজ। তবে খারাপ আবহাওয়ার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। সরকারের মুখপাত্র হাসান আব্বাস জানিয়েছেন, উদ্ধারকাজ সম্পন্ন হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নৌকার জীবিত যাত্রীদের বয়ান অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ১০০ জন যাত্রী বহনের ক্ষমতাশালী ওই নৌকায় কমপক্ষে ৪০০ জন যাত্রী ছিলেন। তাছাড়া বৃহস্পতিবার হাটবার থাকায় নৌকায় প্রচুর মালপত্রও ছিল। যার ফলেই এই দুর্ঘটনা। যাত্রীদের বেশিরভাগই উকারার গুলিও বাজারে যাচ্ছিলেন। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তানজানিয়া সরকার।

তানজানিয়া,নৌকাডুবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close