• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘প্র‌ধানমন্ত্রী নয়, ইমরান পাক সরকারের একজন পিওন’

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৮, ১৪:২০
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পিওন বলে মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা সুব্রহ্মণ্যম স্বামী। রোববার (৩০ সেপ্টেম্বর) ভারতের আগরতলাতে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, ইসলামাবাদকে সেনা, আইএসআই এবং জঙ্গিরা পরিচালনা করে।

আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সুব্রহ্মণ্যম স্বামী জানান, সেনা, আইএসআই এবং জঙ্গিদের দ্বারা পরিচালিত পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের একজন পিওন ছাড়া আর কিছু নয়। তাকে প্রধানমন্ত্রী বলা হলেও তার ভূমিকা শুধু একজন পিওন।

তিনি বলেন, পাকিস্তানের একটাই সমাধানের পথ খোলা রয়েছে৷ বালোচরা পাকিস্তানের অংশ হতে চায় না৷ সিন্ধরাও চায় না৷ পাখতুনরা পাকিস্তানের অঙ্গ হতে চায় না৷ তাই এদের চার ভাগে ভাগ করে দেওয়া উচিত।

এর পাশাপাশি সুব্রহ্মণ্যম স্বামী আরও বলেন, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের বিষয়ে কথা বলে একেবারেই প্রয়োজন নেই, কারণ পাকিস্তান তাতেও আনন্দ পায়। তাই পাকিস্তানকে ইগনোর করতে, নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করে, একদিন একে চার ভাগে ভেঙে ফেলতে হবে।

/অ-ভি

পাকিস্তান,প্রধানমন্ত্রী,ইমরান খান,জনতা পার্টি,নেতা,সুব্রহ্মণ্যম স্বামী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close