• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ইয়েমেনের হামলায় সৌদি আরবের ৩ ড্রোন ও ৩ ট্যাংক ধ্বংস

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪২
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি আরবের তিনটি ট্যাংকসহ বেশ কয়েকটি সাজোয়া যান ও তিনটি ড্রোন ধ্বংস হয়েছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনী ও গণ প্রতিরোধ বাহিনীর হামলায় সীমান্তবর্তী জিযান প্রদেশে সৌদি আরবের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে। এছাড়া প্রদেশের দু'টি কন্ট্রোল টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি যোদ্ধারা।

এদিকে, সেনাবাহিনী জানিয়েছে, জিযান প্রদেশে গণবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক অভিযানে সৌদি আরবের তিনটি আব্রামস ট্যাংক ও সাতটি সাজোয়া যান ধ্বংস হয়ে গেছে।

২০১৫ সালের মার্চ থেকে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত ও আরও কয়েকটি দেশের সহযোগিতায় ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নাগিরক প্রাণ হারিয়েছে।

/রবিউল

ইয়েমেন,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close