• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুনরায় চালু হচ্ছে জর্ডান-সিরিয়ার বর্ডার ক্রসিং

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১২:০৪
আন্তর্জাতিক ডেস্ক

প্রায় তিনবছর ধরে বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হচ্ছে জর্ডান-সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিং। এটি পুনরায় চালু করার ব্যাপারে দু'দেশই একমত পোষণ করেছে।

জর্ডান সরকারের পক্ষ থেকে যুমানা ঘুনাইমাত জর্ডানের পেত্রা নিউজকে জানায়, বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে ১৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হবে নাসিব ক্রসিং। এ ব্যাপারে বৈঠকের পরে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেয় দেশ দু'টির টেকনিক্যাল টিমের সদস্যরা।

ঘুনাইমাত বলেন, জর্ডানের লোকজনের কাছে জাবের নামে পরিচিত এই বর্ডারটি গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিং। দু'দেশই অন্যান্য আরব দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এই ক্রসিং ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা গুরুত্বপূর্ণ এই সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল।

-এসএমএ

জর্ডান-সিরিয়ার বর্ডার ক্রসিং,জাবের,পুনরায় চালু হচ্ছে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close