• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পুতিনের বিরুদ্ধে গুপ্তহত্যার অভিযোগ ট্রাম্পের

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৪:১৭
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গুপ্তহত্যা ও বিষপ্রয়োগের অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৪ অক্টোবর) সম্প্রচারিত সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে লেসলি স্টালকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত বিভিন্ন গুপ্তহত্যা ও বিষপ্রয়োগের ঘটনায় জড়িত। তবে যুক্তরাষ্ট্রের ভেতর না হওয়ায় বিষয়টি তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানান।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সহায়তা করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আপনাদের কি সত্যিই মনে হয় আমি একটা নির্বাচনের জন্য রাশিয়াকে সাহায্য করতে বলব? ওরা আমাকে একটুও সাহায্য করতে পারত না। রাশিয়াকে জিজ্ঞেস করুন। এটা এমন হাস্যকর!’

উল্লেখ্য, পুতিনের মতের বিরোধীতা করায় রাশিয়ায় অনেক সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ বিষে আক্রান্ত হয়ে অথবা অন্য কোনো রহস্যময় পরিস্থিতিতে নিহত হয়েছেন।

-এসএমএ

ডোনাল্ড ট্রাম্প,ভ্লাদিমির পুতিন,গুপ্তহত্যা ও বিষপ্রয়োগের অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close