• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুর্নীতির দায়ে গ্রেপ্তার চীনের সাবেক মন্ত্রী

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৮ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৮:১০
আন্তর্জাতিক ডেস্ক

চীনের সাবেক উপ-অর্থমন্ত্রী ঝ্যাং শোচুয়ানকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৯ অক্টোবর) ঝ্যাং শোচুয়ানকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। ইন্টারপোলের প্রধান মেং হোং উইর গ্রেপ্তারের কয়েক সপ্তাহের মধ্যেই সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়।

সম্পর্কিত খবর

    চীনের শীর্ষ কৌঁসুলিরা জানান, শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্যে দুর্নীতি দমন কর্তৃপক্ষ সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে বলে ।

    শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির(সিপিসি) প্রধান হওয়ার পর থেকে দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দেশটির অসংখ্য কর্মকর্তাকে আটক ও সাজা দিয়েছে চীন সরকার।

    উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর সিপিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইন্টারপোল প্রধান মেং হোংউই ইন্টারপোল সদরদপ্তর থেকে বের হয়ে চীনে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরে দুর্নীতির অভিযোগে তাকে আটক করার কথা স্বীকার করে চীন।

    -এসএমএ

    চীনের সাবেক মন্ত্রী,ঝ্যাং শোচুয়ান,দুর্নীতির দায়ে গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close