• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘অ্যাডিনো’ ভাইরাসের আবির্ভাবে যুক্তরাষ্ট্রে ৬ শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ১২:৩০
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হাসকেলের একটি মেডিক্যাল কেয়ার সেন্টারে ‘অ্যাডিনো’ নামক ভাইরাসের আবির্ভাবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া এতে আক্রান্ত হয়েছে আরও ১২ শিশু।

বিবিসির এক প্রতিবেদক থেকে জানা যায়, মঙ্গলবার (২৩ অক্টোবর) অঙ্গরাজ্যটির হাসকেল এলাকার ‘ওয়ানাকিউ সেন্টার ফর নার্সিং এন্ড রিহ্যাবিলিটেইশন’ এর পিডিয়্যাট্রিক রোগীদের মধ্যে অ্যাডিনো নামক ভাইরাসটি সংক্রমণের ১৮টি ঘটনা ঘটেছে। এতে মারা যায় ৬ শিশু। বাকিরা এখনও চিকিৎসাধীন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, যদিও অ্যাডিনো ভাইরাসের আক্রমনে শিশুদের মাঝে মৃদু অসুস্থতা দেখা যায়। তবে আক্রান্ত ওই শিশুদের শারীরিক অবস্থা জটিল ছিল।

এদিকে শিশুদের মৃত্যুর পর থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে নিউ জার্সির স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত ও আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল। তাই তারা সহজেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

বিবিসি কর্তৃক স্বাস্থ্যকেন্দ্রটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

উল্লেখ্য, অঙ্গরাজ্যের কর্মকর্তারা রোববার (২১ অক্টোবর) থেকে ওই স্বাস্থ্য কেন্দ্রে তদন্ত চালানো শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত ছিল বলে জানা যায়।

-এসএমএ

‘অ্যাডিনো’ ভাইরাস,যুক্তরাষ্ট্র,শিশুর মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close