• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ম্যানহাটনের বোমা হামলায় দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০১৮, ১৩:২৭
আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার দায়ে আহত অবস্থায় আটক করা হয়েছিল বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে। সেই ঘটনায় এবার তাকে দোষী সাব্যস্ত করেছে ম্যানহাটন ফেডারেল কোর্ট।

এক সপ্তাহ শুনানি শেষে মঙ্গলবার (৬ নভেম্বর) কোর্ট জানায়, আকায়েদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। রায় অনুযায়ী ২৮ বছরের এই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আদালত আকায়েদ উল্লাহকে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে সমর্থন এবং গণ-বিধ্বংসী অস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত করেছে।

এ ব্যাপারে আকায়েদের আইনজীবী বলেন, ইসলামিক স্টেটকে সমর্থন নয় আকায়েদ আত্মহত্যা করতে চেয়েছিলো। তবে আদালতের রায়ের ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের ছেলে আকায়েদ উল্লাহ বাংলাদেশে থাকাকালীন ঢাকাতেই বসবাস করতেন। তার পরিবার বর্তমানে ঢাকাতেই বসবাস করেন। আট বছর আগে যুক্তরাষ্ট্রে যান আকায়েদ। বাংলাদেশে থাকাকালীন কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও সেখানে যাবার পরেই ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে তিনি এই দিকে ঝুঁকেন। তবে ম্যানহাটনে তার ঘরে তৈরি বোমার বিস্ফোরণে কারও মৃত্যু না হলেও তিনজন আহত হয়েছিলেন।

/এসএমএ

যুক্তরাষ্ট্র,আত্মঘাতী বোমা হামলা,বাংলাদেশি অভিবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close