• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় ৪১ হাজার অবৈধ অভিবাসী আটক

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৯:৩৬
আহমাদুল কবির,মালয়েশিয়া

মালয়েশিয়ায় চলতি বছরে ৪১ হাজার ১৮জন অবৈধ বিদেশি অভিবাসী আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা সূত্রে জানা গেছে।

আটককৃতদের মধ্যে ১৩,৬১৪ জন ইন্দোনেশিয়ার, ৮,৭৪৮ বাংলাদেশি, ৪,০৬৮ মায়ানমার, ৩,৫৪৯ ফিলিপাইন, ২,৭৯১ থাইল্যান্ড, এবং ৮,২৪৮ অন্যান্য দেশের নাগরিক।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানান, আমরা প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখনও এমন নিয়োগকর্তারা রয়েছেন যারা ঠিকভাবে কাজ করেছে না এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করে এবং এ পর্যন্ত ১,১৬৬ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই অভিযুক্ত হয়েছে।

সম্প্রতি দেশটির তানাহা রাতা টার্মিনাল ফ্রিসিয়া ক্যামেরন হাইল্যান্ডস ইমিগ্রেশন অফিসের কার্য পরিবেশের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মস্তফার আলী।

/পি.এস

মালয়েশিয়া,অভিবাসী আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close