• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাইটি পরিহিত নারীদের ধরিয়ে দিলেই পুরস্কার

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১৯:২২
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে দিনের বেলায় কোন নারী নাইটি পরলেই দিতে হবে জরিমানা। আর তাদেরকে ধরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে পুরস্কার।

ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবাড়ি জেলায় তোকালাপালি গ্রামে এমনই নিয়ম চলছে নয় মাস ধরে। গ্রামের বয়স্কদের চালু করা এই নিয়মটিতে বলা হয়, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোন নারী নাইটি পরলেই দুই হাজার রুপি জরিমানা দিতে হবে তাকে। পাশাপাশি সেসময়ে নাইটি পরিহিত কোনো নারীকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার হিসেবে মিলবে ১ হাজার রুপি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজ্যের রাজস্ব কর্মকর্তারা ওই গ্রামে গেলে নিয়মটির কথা শুনতে পায়। এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

গ্রামবাসীরা জানায়, কোনও নারী যদি জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে একঘরে করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তাছাড়া সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারে কিছু জানাতেও নিষেধ করা হয়েছে তাদেরকে।

নয়জন বয়স্ক সদস্যেকে নিয়ে গঠন করা কমিটির মতে, শুধুই রাতে পরার পোশাক নাইটি। কাপড় ধুতে, দোকানে যেতে কিংবা কোন অনুষ্ঠানে নাইটি পরা ভালো নয়। তাছাড়া গ্রামের নারীরাও এই নিষেধাজ্ঞা চায়। তবে একঘরে করে দেয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, বর্তমানে তোকালাপালি গ্রামে প্রায় ১৮০০ নারী বসবাস করছেন।

ভারত,নাইটি,জরিমানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close