• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইসরাইলি বিমান হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৮:২৮
আন্তর্জাতিক ডেস্ক

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় চার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১২ নভেম্বর) গুপ্ত হামলা চালিয়ে সাত জনকে হত্যা করেছে ইসরাইল। কয়েক ঘন্টার ব্যবধানে পুনরায় এই বিমান হামলা চালায় ইসরাইল।

এ ব্যাপারে হামাস জানিয়েছে, ইসরাইলের হামলায় তাদের চার সদস্যসহ মোট সাতজন মারা গেছেন। এর ২৪ ঘন্টার মধ্যেই পুনরায় বিমান হামলা চালালে আরও চার জন নিহত হয়। সে সাথে তাদের টেলিভিশন ষ্টেশনের ভবনটিও ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ঘনবসতিপূর্ণ এই উপত্যকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণও করে ইসরাইল।

অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ছোড়া রকেটে নিহত হয়েছে একজন ইসরাইলি।

এ ব্যাপারে ইসরাইল জানিয়েছে, যদিও তাদের আয়রন ডোম সিস্টেম প্রায় ৩০০ টি রকেট প্রতিহত করতে পারে তারপরেও একটি রকেট তাদের বাসে আঘাত হানে এবং আরেকটি দক্ষিণ ইসরাইলের একটি ভবনে গিয়ে পড়ে। এতে একজন ইসরায়েলই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২৮ জন।

তবে উভয় পক্ষকেই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ফিলিস্তিনিরা ইসরাইলের দ্বারা বিতাড়িত হয়ে গাজায় এসেছিল। সর্বশেষ গত ৩০ মার্চ ফিলিস্তিনিরা তাদের নিজেদের বাসভূমিতে ফিরবার দাবীতে ইসরাইল সীমান্তের কাছে বিক্ষোভ শুরু করেছে। এই কয়েক মাসে চলা বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর হাতে প্রায় ২০৫ ফিলিস্তিনি নিহত এবং ১৮ হাজারেরও বেশি আহত হয়েছে।

/এসএমএ

ইসরাইলি বিমান হামলা,৪ ফিলিস্তিনি নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close