• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

স্যামসাংয়ে কাজ করে ক্যান্সার আক্রান্তদের কাছে ক্ষমা চাইলো কর্তৃপক্ষ

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ০৩:১০
আন্তর্জাতিক ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানীর বিভিন্ন সেমিকন্ডাক্টর কারখানায় কাজ করার কারণে বহু শ্রমিক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় স্যামসাং কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে।

স্যামসাং-এর কো-প্রেসিডেন্ট কিম কি-নাম বলেন, ‘আমাদের কারখানায় কাজ করার জন্য যেসব শ্রমিক অসুস্থতায় ভুগছেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’

সম্পর্কিত খবর

    তিনি বলেন, ‘আমাদের সেমিকন্ডাক্টর ও এলইডি কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণে আমরা ব্যর্থ হয়েছি।’

    ক্যাম্পেইন গ্রুপ বলেছে, স্যামসাংয়ে কাজ করার কারণে ৩২০ জন লোক অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ১১৮ জন মারা গেছে।

    এই ঘটনায় স্যামসাং কর্তৃপক্ষ গতমাসে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১ লাখ ৩৩ হাজার ডলার ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে।

    /আরিফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close