• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সুসম্পর্ক রাখতে চাইলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ হতে হবে: ভারতীয় সেনাপ্রধান

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৪
আপন্তর্জাতিক ডেস্ক

'পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। তাঁরা যদি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, একাত্ম হতে চায় তবে তাঁদের আগে ভারেতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে হবে।' রোববার সোজাসুজি এইকথা বললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি আরও বলেন, 'পাকিস্তান যদি আমাদের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে চায়, তাহলে তাদের ভবিষ্যতই উজ্জ্বল হবে।'

ভারতের সেনাপ্রধান জম্মু-কাশ্মীরে জঙ্গি পাঠানোর জন্য পাকিস্তানকে দায়ী করে আরও বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একই সময়ে চলতে পারে না। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম শত্রুতামূলক সম্পর্কে অন্যতম প্রধান কারণ কাশ্মীর। বর্তমানে দুই দেশের সীমান্তে অবস্থিত কাশ্মীরের কিছু কিছু অংশ নিয়ন্ত্রণ করছে উভয় দেশ। কিন্তু দুই দেশই গোটা কাশ্মীরের মালিকানা দাবি করছে।

সম্পর্কিত খবর

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মীরসংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে-কাশ্মীরের জনগণকে গণভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। কিন্তু ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির অজুহাত দেখিয়ে ভারত এখন পর্যন্ত জাতিসংঘের ওই প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার কথা থাকলেও বর্তমানে দেশটি শাসন করছে উগ্র হিন্দু মৌলবাদী দল বিজেপি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close