• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরান থেকেই তেল কিনবে ভারত

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ছয় মাস বিরতির পর আগামী বছরের শুরু থকে ইরানের অপরিশোধিত জ্বালানি কিনতে যাচ্ছে ভারত। সামগ্রিকভাবে তেহরানের কাছ থেকে আগামী জানুয়ারি মাসে প্রায় ৯০ লাখ ব্যারেল তেল কিনতে পারে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন প্রতিষ্ঠান হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল)। শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম 'কলকাতা ২৪/৭'।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্ট মাসে ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর গত ৫ নভেম্বর থেকে তা কার্যকর হয়। যদিও ভারতসহ বিশ্বের মোট আট দেশকে এ নিষেধাজ্ঞা থেকে ছয় মাসের জন্য ছাড় দেয় ট্রাম্প প্রশাসন। মূলত সমঝোতার মাধ্যমে নয়াদিল্লি কেবল মাত্র সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার টন অথবা ৯০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি ইরান থেকে কিনতে পারবে।

সম্পর্কিত খবর

    এইচপিসিএল সূত্র মতে, চুক্তির অংশ হিসেবে আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যারেল ইরানি তেল কিনে আনবে। তবে ছাড় পাওয়া সময়ের মধ্যে ভারত সরকার ইরান থেকে নিয়মিত তেল কেনা অব্যাহত রাখবে কি না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি।

    উল্লেখ্য, এইচপিসিএল ছাড়াও এ নিষেধাজ্ঞা ছাড়ের সুবিধা নিয়ে আরও বেশ কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান ইরান থেকে তেল কিনছে। এরইমধ্যে চলতি মাসে প্রায় ৬০ লাখ ব্যারেল তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)।

    তাছাড়া আগামী মাসে আরও অন্তত ৫০ লাখ ব্যারেল তেল কেনার কথা রয়েছে ভারতীয় শীর্ষ তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। একইসঙ্গে আগামী জানুয়ারিতে ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল) আরও ৩০ লাখ ব্যারেল ইরানি তেল কিনতে পারে বলে জানিয়েছে এইচপিসিএল সংশ্লিষ্ট এক সূত্র।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close