• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ফেসবুক সদর দফতরে বোমা আতঙ্ক

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৪
পূর্বপশ্চিম ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সদর দফতরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমা হামলা থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের দফতর খালি করে দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরে অবশ্য তল্লাশি চালিয়ে বিস্ফোরক জাতীয় কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি।

মার্কিন পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুকের সদর দফতরে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। পরে এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করে পুলিশ।

মেনলো পার্ক পুলিশের মুখপাত্র নিকোল অ্যাকার জানান, বোমা হুমকির পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে ফেসবুক ক্যাম্পাসের বিশাল বিশাল ভবনের মধ্যে ঠিক কোন ভবনটি থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি তিনি।

ফেসবুকের একজন মুখপাত্র ই-মেইল বার্তায় জানিয়েছেন, সদর দফতরের কয়েকটি ভবন থেকে কর্মচারী সরিয়ে নেয়া হয়েছে। তবে সব কর্মী নিরাপদে আছেন।

এ ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের বিস্ফোরক জাতীয় কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেসবুক।

/এসএফ

ফেসবুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close