• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ১১, বন্ধ ইন্টারনেট সংযোগ

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:০২
আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় বন্দুকযুদ্ধে তিন গেরিলা ও সেনাবাহিনীর এক সদস্যসহ এগারো জন নিহত হয়েছেন। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবারে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ কাশ্মিরের ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলওয়ামা শহরে কারফিউ জারিসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ইন্টারনেট পরিসেবা বন্ধ ও বারামুল্লা ও বানিহালের মধ্যে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে, গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে আজ প্রতিবাদী জনতা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া কমপক্ষে ৩৫ জন প্রতিবাদী জনতা আহত হন।

পিবিডি/রবিউল

জম্মু-কাশ্মির
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close