• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কার পদচ্যুত সেই প্রধানমন্ত্রীই আবারও শপথ গ্রহণ

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২০
আন্তর্জাতিক ডেস্ক

পদচ্যুত হওয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে আবারও প্রধানমন্ত্রী করা হয়েছে। রোবববার সকালে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তার শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে টানা ৫১ দিনের রাজনৈতিক সংকটের অবসান ঘটলো বলে বিবিসির প্রতিবেনে বলা হয়েছে।

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এর মধ্য দিয়েই রাজনৈতিক সংকট শুরু হয়। এরপর আগামী ৫ জানুয়ারি নতুন নির্বাচন হবে জানিয়ে গত ৯ নভেম্বর ভেঙে দেওয়া হয় পার্লামেন্টও।

সম্পর্কিত খবর

    রোববার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা। এক টুইট বার্তায় ওই অনুষ্ঠানের ছবি পোস্ট করেন তিনি। এর আগে শনিবারই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। নিজ বাসভবনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি পদত্যাগপত্রে সই করেন। জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজাপাকসে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে নামাল।

    বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি)ইউএনপির মুখপাত্র হরিন ফার্নান্দো শনিবার বলেন, রোববার সকাল ১০টায় রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের কাছে শপথ পাঠ করবেন বলে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে এবং একই সঙ্গে দেশ ও অর্থনীতি যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, তা-ও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close