• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টিয়ার কীর্তিতে মত্ত নেটদুনিয়া

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি মানুষকে স্মার্ট করেছে। সন্দেহ নেই। কিন্তু টেক স্যাভি টিয়া! হ্যাঁ, রোকো নামের এই টিয়া প্রযুক্তি ব্যবহার করে গান শোনে, এমনকী অনলাইলনে নানা কিছু অর্ডারও করে।

ঘটনা যুক্তরাজ্যের। সেখানকার বাসিন্দা মারিওন উইশনিউস্কির পোষ্য রোকোর এমন কীর্তি গোটা বিশ্বে এখন চর্চিত।

সম্পর্কিত খবর

    আফ্রিকান প্যারট রোকো ভাব জমিয়েছে মালিকের আমাজন অ্যালেক্সার সঙ্গে। বন্ধু রোকোর সঙ্গে অ্যালেক্সার দিল্লাগি এমন যে, রোকো চাইলে গান শোনায় অ্যালেক্সা। তার আবার নাক উঁচু। রক মিউজিক ছাড়া কিছুই মনে ধরে না তার।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডে ইলি মেইল’র প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই মারিওন উইশনিউস্কি চমকে যান। দেখেন, তার অ্যাকাউন্ট থেকে নানা কিছু অনলাইনে অর্ডার করা হয়েছিল। যদিও আমাজন অ্যাকাউন্টে লক খুলতে না পারার জন্য শেষ পর্যন্ত অর্ডারটি হয়নি। তখনই মারিওন ধরতে পারেন রোকোর কারসাজি। রোকো আইসক্রিম, তরমুজ ইত্যাদি নানা কিছু অর্ডার করেছিল।

    প্রসঙ্গত, রোকোকে গত বছর উদ্ধার করেছিল ন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। আপাতত, রোকোর নকলনবিশির ক্ষমতার তারিফ করছে গোটা বিশ্ব।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close