• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই মেয়েকে হত্যার দায়ে মায়ের ৪০ বছরের কারাদণ্ড

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৩
আন্তর্জাতিক ডেস্ক

৯০ ডিগ্রি তাপমাত্রায় নিজের দুই মেয়েকে গাড়িতে বন্ধ করে রেখে পার্টিতে গিয়েছিলেন মা আমান্ডা হকিংস। আর এ ঘটনায় তাদের মৃত্যুর কারণে আমান্ডা হকিংসকে ৪০ বছরের করাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালের ৭ জুন আমান্ডা হকিংস তার ১ ও ২ বছরের দুই মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই সময় মায়ের দাবি ছিল, একটি লেকের কাছে ফুটে থাকা ফুলের গন্ধ শুঁকেই অসুস্থ হয়ে পড়ে সন্তানরা। এর পরই তাদের মৃত্যু হয়। তবে একটি সংবাদ চ্যানেলের খবরে বলা হয়, সারা রাত বাচ্চাদের গাড়িতে বসিয়ে রেখে পার্টি করতে চলে যান মা। পুলিশের সেখান থেকেই সন্দেহ হয়।

সম্পর্কিত খবর

    প্রায় ১৫ থেকে ১৮ ঘণ্টা হিল কান্ট্রির ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়ির ভিতর বন্ধ হয়ে ছিল ওই বাচ্চারা। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। এমনকি ওই পরিস্থিতি দেখার পর বাচ্চাদের বাঁচানোর জন্য গুগলে প্রশ্ন টাইপ করেছিলেন আমান্ডা। পুলিশ সেটিরও প্রমাণ পেয়েছে। শুনানি চলাকালীন বিচারক আমান্ডাকে বলেন, মানুষ নিজের কুকুরদেরও এর চেয়ে বেশি খেয়াল রাখে। এর পরই ওই মহিলাকে ৪০ বছরের কারাদণ্ডের সাজার আদেশ দেন বিচারক।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close