• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভিকারুননিসার প্রথম শ্রেণির ভর্তি স্থগিত

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪ | আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫
নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের মুখে স্থগিত রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম।

সোমবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার।

তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকল শাখার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে।

গোলাম আশরাফ তালুকদার বলেন, প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করতে নতুন করে গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু গভর্নিং বোর্ডের সভা এক সপ্তাহ আগে ডাকা হয়, তাই সোমবার পরবর্তী সভার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেই সভায় কবে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম ৮, ১০ ও ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি হওয়া নিয়ে দ্বিধার মধ্যে পড়েন।

উল্লেখ্য, ২ ডিসেম্বর পরীক্ষায় নকল করে ধরা পড়েন অরিত্রি অধিকারী নামে ভিকারুননিসার নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরেরদিন দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সেই কারণে ওই কিশোরী আত্মহত্যা করে।

পরে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

পিবিডি/আরিফ

ভিকারুননিসা,আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close