• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্লগার নিলয় হত্যা মামলা: পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৫৯
নিজস্ব প্রতিবেদক

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তা জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

এ কারণে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৫ নভেম্বর ধার্য করেছেন।

সম্পর্কিত খবর

    মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুরে নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে নিলয়ের স্ত্রী আশামণিকে জিম্মি করে নিলয়কে হত্যা করে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আশামণি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close