• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই মামলায় হাইকোর্টে ব্যারিস্টার মইনুলের জামিন

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭ | আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রংপুর ও জামালপুরে দায়ের করা মানহানির দুই মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত। এছাড়া মামলা দুটির নথিও তলব করা হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মইনুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

পরে খুরশীদুল আলম ও মাসুদ রানা জানান, আদালত দুই মামলায় ছয় মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে নথি তলব করেছেন।

গত ৮ নভেম্বর এ দুই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মইনুল হোসেন।

গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশনের টক শোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা ভাট্টির ওই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

/এসএম

ব্যারিস্টার মইনুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close