• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী মোসাব্বেরের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক দেয়ার নির্দেশ

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোসাব্বেরের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জেড আই খান পান্না ও মো. বদিউজ্জামান টপাদার। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে ১১ জন কম থাকার অভিযোগে মোসাব্বেরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচনে কমিশনে আপিল করে ফল না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

/এসএম

হাইকোর্ট,নির্বাচন,মৌলভীবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close