• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদার প্রার্থিতা নিয়ে রিট শুনতে বেঞ্চ গঠন

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬
নিজস্ব প্রতিবেদক

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা পৃথক রিট শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (১২ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ঠিক করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে হাইকোর্টের দেয়া বিভক্ত আদেশটি স্পষ্ট করতে প্রধান বিচারপতির দপ্তর থেকে মামলার ফাইল সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার পৃথক রিট আবেদনের ওপর শুনানি করে বিভক্ত আদেশ দেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইসিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়ে রুল জারি করেন। খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

অন্যদিকে বিচারপতি মো. ইকবাল কবির এই রায়ে দ্বিমত পোষণ করলে খালেদার ভোটের ভাগ্য আটকে যায়।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে করা আপিল ৮ ডিসেম্বর নামঞ্জুর করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রোববার (৯ ডিসেম্বর) পৃথক তিনটি রিট করেন খালেদা জিয়া।

পিবিডি/এসএম

খালেদা,নির্বাচন,রিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close