• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জবির ‘এ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৭, ২০:৪৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির নিমিত্তে ১৩ই অক্টোবর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত) ভর্তি পরীক্ষা গ্রহণের কিছুক্ষণ পূর্বে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় বলে ১৪ ও ১৫ অক্টোবর, ২০১৭ তারিখে গণমাধ্যমে খবর বের হয়।

প্রশ্ন ফাঁসের বিষয়টি খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রদানের জন্য আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আককাস-কে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দু’জন সদস্য হলেন-ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

সম্পর্কিত খবর

    তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দানের জন্য ৭ কার্য দিবস সময় দেয়া হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close