• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বেরোবিতে বাধনের সভাপতি বাপ্পী,সম্পাদক লুবা

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৫০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৬
বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাধনের মো. আজমল হোসেন বাপ্পীকে সভাপতি এবং ফারিয়া ফারজানা লুবাকে সাধারণ-সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রুকাইয়া মুনতারিন জিনাত,বিশাল রায়, সহ সাধারণ-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জামান শোভন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রহমান, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আল আমিন মৃধা, প্রচার সম্পাদক কৌশিক রায় শুভ, তথ্য ও শিক্ষা সম্পাদক সিরিয়া জাহান এবং জোনাল প্রতিনিধি তাওহীদ মো. ফয়সাল বারী।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে একাডেমিক ভবন-৪ এর গ্যালারি রুমে এক বাৎসরিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনাল্ড সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

    এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ,বিটিএফও।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইনজিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদুল ইসলাম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.গাজী মাজহারুল আনোয়ার, সহযোগী অধ্যাপক ও ডিন, বিজনেস স্ট্যাডিজ মো. ফেরদৌস রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. শরিফা সলোয়া ডিনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান সহ প্রমুখ।

    উল্লেখ্য, বাধনের এ নতুন কমিটি পরবর্তী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close