• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুনামগঞ্জ সরকারী কলেজে অতিরিক্ত টাকা আদায়, ছা্ত্রছাত্রীদের মানববন্ধন

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২০
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সরকারি কলেজে স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় অতিরিক্ত ঢাকা আদায় করা হচ্ছে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা এমন অভিযোগ করেছেন। অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। কলেজের অর্নাস ভবনের সামনে করেছেন মানববন্ধন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমরা প্রিন্সিপাল স্যার বরাবর স্মারক লিপি প্রদান করেছি। যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামী দিনের আন্দোলন অত্যন্ত কঠোর হবে। সুনামগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল স্যারকে সাধারণ ভাষায় বলতে চাই, যদি আপনি সত্যিই আমাদের মঙ্গল কামনা করেন, তাহলে অভিলম্বে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করুন। আমরা কলেজের বেতন বাবদ ৩০০ টাকা ছাড়া অতিরিক্ত ২৩০০ টাকা প্রদান করতে পারবনা। আমাদের দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে কলেজে থালা ঝুলবে।

সম্পর্কিত খবর

    এসময় ছাত্রছাত্রীরা `মানি না মানব না, অতিরিক্ত টাকা আদায় বন্ধ করুন' বলে স্লোগান দেন।

    /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close