• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাককানইবি শিক্ষক সমিতি নির্বাচন: আওয়ামীপন্থি শিক্ষকরা জয়ী

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচন ২০১৭ -এ ১৬ আসনের প্রত্যেকটি আসনে জয় লাভ করেছে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু-নীল দল শিক্ষক প্রতিনিধিরা ।

১৩ ডিসেম্বর ২০১৭ সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ড.বিজয় ভূষণ দাস । ফলাফলে সভাপতি হিসেবে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার সরকার ও সাধারন সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম নির্বাচিত হন ।

সম্পর্কিত খবর

    সমিতির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হিসেবে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুর রাশেদ সুখন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে এইচ আর এম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল আমিন,সাংগঠনিক সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবীব এবং কোষাধ্যক্ষ পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মাহমুদা সিকদার,সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ বেপারী, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফ ইকবাল আরিফ, ত্রিপলি বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুজন আলী, নাট্যকলা বিভাগের প্রভাষক নুসরাত শারমিন,ফিনান্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান , লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবির নাট্যকলার প্রভাষাক নীলা সাহা ।

    নির্বাচনে সাদা দল অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্তি সংখ্যা ৩৮ । নির্বাচনে ভোটার সংখ্যা ১৫২ জন যার বিপরীতে ভোট পরেছে ১১২টি । নির্বাচন সুষ্ট ভাবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ড.বিজয় ভূষণ দাস ।

    নবনির্বাচিত সমিতির নেতৃত্ব-কে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান , রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এবং সাংবাদিক সমিতি ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close