• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইবিতে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩
ইবি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে পূজার্চনা, প্রতিমা স্থাপন, দেবী অর্চনা ও পুস্পাঞ্জালি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর

    অনুষ্ঠানে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও রাজবাড়ী মদনমোহন মন্দিরের আচার্য্য গোপাল গোস্বামী। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর কাছে বিদ্যা প্রর্থনা করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close