• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাবিতে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৮, ২০:০৩
শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক কর্মীকে মারধরের প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। আহত সাংস্কৃতিক কর্মী জুয়েল রানা নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

এদিকে আলী হাসানের উপরও হামলা হয়েছে দাবি করে বৃহস্পতিবার ক্যম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা এমন দু'টি ব্যানারে।

সম্পর্কিত খবর

    দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন উভয় পক্ষ।

    সঙ্গত, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের সামনে একটি জায়গায় থিয়েটার কর্মী জাহিদের সাথে ছাত্রলীগ নেতা আলী হাসানের ধাক্কা লাগে। এতে হাসান কথাকাটাকাটির এক পর্যায়ে ওরা আমার গায়ে হাত তুলে বলে দাবি করলেও দিক থিয়েটারের সভাপতি এহসান শুভ বলেন, দুপুরে ‘একাডেমিক ভবন-বি’র টঙে খাবার খেতে যান জুয়েল ও জাহিদ। এসময় পাশে বসা ছাত্রলীগ নেতা আলী হাসানের নাকে জাহিদের হাত লেগে যায়। জাহিদ সরি বলার পরও হাসান তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। মারধরের শিকার হওয়ার পর প্রক্টর অফিসে অভিযোগ নিয়ে যান জুয়েল ও জাহিদ। প্রক্টর অফিস থেকে ফেরার পথে আলী হাসানের অনুসারীরা এসে দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালায়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close