• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বৃত্তি প্রদান

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ২০:০৬ | আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২০:৫০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির উদ্যেগে টিএসসি মিলনায়তনে নবীন বরণ ও নজরুল ইসলাম স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইউসুফ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।

সম্পর্কিত খবর

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি, আইসিটির সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক,বাংলাদেশ পুলিশের সাবেক এআইজিপি সৈয়দ বজলুল করিম বিপিএম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ডেইজী সারোয়ার।

    অনুষ্ঠানে প্রায় ১৫০ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে নজরুল ইসলাম স্মৃতি বৃত্তি প্রদান করা হয় এব ২০১৭/২০১৮ সেশনে ভর্তি হওয়া নবীনদের বরণ করে নেয়া হয়। পাশাপাশি জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত স্যূভেনির আলোর সারথি এর মোড়ক উন্মোচন করা হয়।

    এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাধারন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close