• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ১৬:৩৮
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সম্প্রদায় ও পরিবেশগত টেকসই উন্নীতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সমাজকর্ম দিবস-২০১৮ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।

সমাবেশ বক্তৃতা করেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. আফতারুজ্জামান, ড. সৈয়দা আফরীনা মামুন, অধ্যাপক ড. এমাজ উদ্দিন, অধ্যাপক ড. শেখ কবির উদ্দিন হায়দার, অধ্যাপক শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। র‌্যালি ও সমাবেশে বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সম্পর্কিত খবর

    সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশের সম্প্রদায়গুলো নানাভাবে হারিয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে ও নানাভাবে অনগ্রসর হয়ে যাচ্ছে। সেই অনগ্রসর সম্প্রদায়গুলোকে উন্নত করার জন্য সারা বিশ্বব্যাপী সমাজকর্ম অনুসারীদের কাজ করতে হবে। সমাবেশ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ চালু করার দাবি জানান তারা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close