• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘে জোলির বক্তব্য

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৭, ২২:৩৬
বিনোদন ডেস্ক

সম্প্রতি হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়েন্সটাইনের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। অক্টোবর মাসে প্রথম যে কয়জন নারী হার্ভির বিরুদ্ধে মুখ খোলেন, অ্যাঞ্জেলিনা জোলি তাদের মধ্যে অন্যতম। হলিউডের বিভিন্ন প্রভাবশালী লোকদের অসদাচরণের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার জোলি।

এবার জাতিসংঘের একটি সম্মেলনে নারীদেরকে যৌন হয়রানি করার বিরুদ্ধে বক্তব্য রাখলেন জোলি। গত বুধবার জোলি ভ্যানকুভারে জাতিসংঘের শান্তিরক্ষা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে মূলবক্তা হিসবে বক্তব্য প্রদান করেন।

সম্পর্কিত খবর

    "সব জায়গায় চলছে যৌন হয়রানি। আমি যেখানে কাজ করি সেখানে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়ে, রাজনীতিতে, মিলিটারিতে পৃথিবীর সব জায়গায় নারীরা যৌন হয়রানির স্বীকার।, বলেন অ্যাঞ্জেলিনা জোলি।

    হলিউড অভিনেত্রী আরও বলেন, বেশিরভাগ সময়ই মেয়েদের বিরুদ্ধে এ ধরনের অপরাধগুলোকে হেসে উড়িয়ে দেয়া হয় বা তুচ্ছ অপরাধ হিসেবে গণ্য করা হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না এমন ব্যক্তির বিকার, বাড়াবাড়ি ধরনের শারীরিক চাহিদা বা অসুখ বলে দেখানো হয়।

    অথচ, নারীকে যৌন হয়রানি করা অপরাধ। জোলি তার বক্তব্যে পৃথিবী জুড়ে নারীদেরকে হয়রানি করার সমালোচনা করে। তিনি নারীদের উপর আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অক্টোবর মাসে জোলি প্রথম ওয়েনস্টাইন হার্ভির যৌন আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close