• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

১২ জানুয়ারি থেকে শুরু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:১২ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১
বিনোদন প্রতিবেদক

ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮ শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি থেকে।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানকে ধারণ করে ৯ দিনব্যাপি এ উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

সম্পর্কিত খবর

    এ উৎসবের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর রুহুল রবিন খান জানান, ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

    তিনি জানান, রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

    রবিন খান জানান, উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘চতুর্থ ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি এ কনফারেন্সটি হবে অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে।

    এছাড়া উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস্ এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএফসিএবি) আয়োজনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সহযোগিতায় ‘প্রথম এশিয়ানফিল্ম ক্রিটিকস্ এ্যাসেম্বেলী’ (এএফসিএ) অনুষ্ঠিত হবে।

    /প্রান্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close