• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিজয়ের মাসে চার প্ল্যাটফর্মে দেখুন মুক্তিযুদ্ধের ছবি

বিজয়ের মাসে চার প্ল্যাটফর্মে দেখুন মুক্তিযুদ্ধের ছবি

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:০১ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪
মাকসুদুল হক ইমু

বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে মাসজুড়ে সারাদেশেই চলছে নানা আয়োজন। ১৬ ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন-পুরনো চলচ্চিত্র। এ যাত্রায় পিছিয়ে নেই বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো।

বাংলালিংকের বাংলাফ্লিক্স, রবির রবিস্ক্রিন, এয়ারটেলের এয়ারটেলস্ক্রিন ও টেলিটকের টেলিফ্লিক্স— এই চারটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে বিজয়ের মাসে প্রাধাণ্য দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি। ১৯৭১ সাল থেকে শুরু সাম্প্রতিক কালের মধ্যে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক অনেক ছবি রয়েছে তাদের সংগ্রহে। এসব ছবির নির্মাতাদের মধ্যে রয়েছেন চাষী নজরুল ইসলাম, নারায়ণ ঘোষ মিতা, তারেক মাসুদ, হুমায়ুন আহমেদ, মোরশেদুল ইসলাম, নাসিরউদ্দিন ইউসুফ, তৌকীর আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর

    ছবির তালিকায় রয়েছে ‘ওরা ১১ জন’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘আলোর মিছিল’, ‘মাটির ময়না’, ‘আগুনের পরশমনি’, ‘শ্যামল ছায়া’, ‘৭১-এর যীশু’, ‘ছানা ও মুক্তিযুদ্ধ’, ‘জয়যাত্রা’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘বায়ান্ন থেকে একাত্তর’, ‘পিতা’, ‘ভুবন মাঝি’ প্রভৃতি। ইবি সল্যুশনের ব্যবস্থাপনায় প্ল্যাটফর্মগুলোতে মুক্তিযুদ্ধের ছবির পাশাপাশি উপভোগ করা যাচ্ছে দেশাত্ববোধক বিভিন্ন গান ও ভিডিও।

    ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো—

    http://banglaflix.com.bd/

    http://robiscreen.com/

    http://www.airtelscreen.com/

    http://teleflix.com.bd

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close