• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

গায়িকা লর্ডকে ‘ধর্মান্ধ’ বলে ইহুদি রাব্বির বিজ্ঞাপন!

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ০২:২২
বিনোদন ডেস্ক
ইসরাইলে কনসার্ট বাতিল করায় জনপ্রিয় গায়িকা লর্ডকে ‘ধর্মান্ধ’ আখ্যা দিয়েছেন এক ইহুদি রাব্বি তথা ইহুদি পুরোহিত। শ্মুলি বোটিয়াক নামের ওই রাব্বি রোববার ওয়াশিংটন পোস্টে পুরো পৃষ্ঠাজুড়ে এনিয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, নিউজিল্যান্ডের গায়িকা লর্ড ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী নীতির প্রতিবাদে সমর্থন জানিয়ে তেলআবিবে অনুষ্ঠিতব্য একটি কনসার্ট বাতিল করেন ডিসেম্বরে। ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী নীতির প্রতিবাদের প্রতি লর্ডের সমর্থন কামনা করে একটি খোলা চিঠি লেখেন তার দুই ভক্ত। চিঠিতে তারা ফিলিস্তিনে ইসরাইলের জাতিবিদ্বেষী নীতির প্রতিবাদে দেশটিকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে বয়কট করার আহ্বান জানান। লর্ড তাদের আহ্বানে সাড়া দিয়ে তেলাবিবের কনসার্টটি বাতিল করেন। এর আগে জনপ্রিয় ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের রজার ওয়াটার্স ও ব্রায়ান ইনোসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসরাইলকে বয়কট করেন। এক বিবৃতিতে লর্ড জানিয়েছিলেন, তেলআবিবে কনসার্ট করার জন্য এটা উপযুক্ত সময় নয়। এরপর কূটনৈতিক তৎপরতা চালিয়ে ও অন্যান্য উপায়ে চেষ্টা করেও লর্ডকে ইসরাইলে কনসার্ট করতে রাজি করানো যায়নি। ওয়াশিংটন পোস্টের পঞ্চম পৃষ্ঠার পুরোটা জুড়ে দেয়া ওই বিজ্ঞাপনে ওই ইহুদি পুরোহিত লর্ডের সিদ্ধান্তকে ‘ইহুদি-বিদ্বেষ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, লর্ড রাশিয়ায় গিয়ে ঠিকই গান গাইছেন, কিন্তু ইসরাইলকে বয়কট করেছেন। নিউজিল্যান্ড ইসরাইলের প্রতি বিরূপ ভাবাপন্ন বলেও মন্তব্য করেন ওই ইহুদি পুরোহিত।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close