• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অপির ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩
বিনোদন ডেস্ক

সাবলীল অভিনয় নৈপুণ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। টিভি নাটক, চলচ্চিত্র ও থিয়েটারে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী। বলা হচ্ছে অপি করিমের কথা। তিনি এখন ব্যস্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি। পাশাপাশি একটি আর্কিটেকচার ফার্ম পরিচালনা করছেন। মূলত এ কারণেই এখন আর অভিনয়ে সময় দিতে পারছেন না বলে জানান অপি।

সম্পর্কিত খবর

    প্রায় দেড় বছর আগে আশফাক নিপুণের পরিচালনায় একটি নাটকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল তাকে। বিরতি কাটিয়ে আবারো অভিনয় করেছেন অপি করিম। অমিতাভ রেজার পরিচালনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

    ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামের এই ওয়েব সিরিজটির শুটিং হয়েছে দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন লোকেশনে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ আমিন।

    মূলত তিনজন মানুষের যাত্রা নিয়ে এর গল্প। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন, কখনো কখনো তাকে জবা বলেও ডাকা হয়। এছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন।

    আগামী মার্চ মাসে সিরিজটি একটি নতুন ওয়েব চ্যানেলে দেখানো হবে। এর মধ্য দিয়েই শুরু হবে চ্যানেলটির সম্প্রচার।

    /তুহিন/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close